প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও তাদেরকে সমাজের সঙ্গে একীভূত করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিবন্ধীরা যাতে সমাজে অবহেলিত না থাকে সেজন্য প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা বাংলাদেশের সম্পদ। তাই তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।
প্রতিবন্ধীদের মধ্যে আলাদা প্রতিভা, মেধা ও যোগ্যতা রয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধীরা তার প্রমাণ রেখেছে। দেশে-বিদেশে বিভিন্ন খেলাধূলায় সম্মান ও বিজয়ে গৌরব বয়ে এনেছে প্রতিব্ধীরা। তারা দিন দিন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধূলায় তারা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে, সে বিষয়েও আমরা উদ্যোগ নিয়েছি।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন