আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয়ী হবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের সামনে এ দাবি করেন।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং সংগঠনটির সভানেত্রী শামা ওবায়েদের নেতৃত্বে নেতাকর্মীরা সকালে জিয়ার কবরে পুস্পমাল্য অপর্ণ করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, “নির্বাচনের ফলাফল কি হবে- আপনারাও বোঝেন, আমরাও বুঝি। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে শতকরা ৮০ ভাগের উপরে আমরা আশাবাদী। আর জনগণ ভোট দিতে না পারলে এটা শূন্যের কোঠাতেও হতে পারে।”
তিনি বলেন, ''গণতন্ত্র মৃত হোক বা নিহত হোক, সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ। জিয়া্র আদর্শের অনুসারী যে যেখানে আছে, সবাই ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হবে।”
এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র বলেন, “আমাদের নেতা-কর্মীরা জেগেই আছে, জেগেই থাকতে হয়। প্রতিদিন ঘরে ঘরে পুলিশের হানা। সুতরাং ঘুমিয়ে থাকার সুযোগ নেই।”
মঈন খান বলেন, “আমরা অতীতেও বলেছি, এখনো বলছি- নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু এদেশে কখনো নির্বাচন অর্থবহ হবে না। অতীতেও আমরা দেখেছি, সরকারি নির্দেশে, সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে এই নির্বাচন কমিশন একটি দলের স্বার্থ রক্ষা করছে।”
মানুষের মনের ইচ্ছা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ করতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব