পৌরসভা নির্বাচনে রবিবার ছিল প্রার্থীতা যাচাই বাছাইয়ের শেষ দিন। বাছাইয়ে দেড় শতাধিক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল করা মনোনয়নপত্রের মধ্যে বিএনপি, বিএনপির বিদ্রোহী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রার্থীতা বাতিলের পরবর্তী তিনদিনের মধ্যে আপীল করার সুযোগ রয়েছে।
ইসির প্রাথমিক তথ্য মতে, ২৩৪ পৌরসভায় মেয়র পদে ১৬৬, সাধারণ কাউন্সিলর পদে ৫৭১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এ নিয়ে মোট ৮৯৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে রবিবার রাতে পাওয়া শেষ খবর পর্যন্ত জানা গেছে। এর আগে মেয়র পদে ১২২৩, সাধারণ কাউন্সিলর পদে ৯৭৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ