সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রের আরো তিনটি নতুন কূপ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার ওই তিনটি নতুন কূপের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। উদ্বোধন হওয়া কূপ তিনটি হলো জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯
নতুন তিনটি কূপ থেকে দৈনিক ১৩০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শেভরন বাংলাদেশ লিমিটেড জালালাবাদ গ্যাসক্ষেত্রে ব্লক-১৩ এবং ব্লক-১৪-এ কূপগুলো খনন করে।
অনুষ্ঠানে নসরুল হামিদ ছাড়াও আরো বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন বক্তব্য দেন।
অাগামী বছরের প্রথম দিকে আরো একটি নতুন কূপ জেবি-৮ উদ্বোধন করা হবে বলে জানা গেছে। সূত্র: বাসস
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ