জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বুধবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কিছু সিনিয়র নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে, গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ওইদিনই সন্ধ্যায় বাজেটকে ‘গণবিরোধী, প্রতিক্রিয়াশীল ও অবৈধ’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব