প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছে, কৌশল পাল্টে তারাই এখন গুপ্ত হত্যা চালাচ্ছে। তিনি এসব হত্যাকারীদের ধরতে আইন-শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।
বুধবার দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বুলগেরিয়ার সোফিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ফোরামে বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। সেসব পদক্ষেপ সেখানে তুমুল প্রশংসিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব