বিভিন্ন ফলের ১০৪টি নমুনা পরীক্ষা করে তাতে ফরমালডিহাইডের (ফরমালিন) উপস্থিতি পায়নি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। এর মধ্যে ৬৮টি নমুনা বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। আর ৩৬টি নমুনা অভিযানকালে পরীক্ষা করা হয়েছে। আজ বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
নমুনাগুলোর মধ্যে ১১টি খেজুরের, ৪৫টি আমের, ৬টি লিচুর, ১৪টি মাল্টার, ২১টি আপেলের ও ৭টি আঙুরের।
শিল্পমন্ত্রী বলেন, 'বিএসটিআই যেসব নমুনা পরীক্ষা করেছে তাতে ফরমালডিহাইডের উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে এই নয় যে সব ফল নিরাপদ। পরীক্ষার আওতায় না আসা ফলগুলোতে ফরমালডিহাইড থাকতে পারে। এ জন্য অভিযান ও পরীক্ষা চলবে।'
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ