দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসির পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় এই ফলাফল প্রকাশ করা হয়।
পুনঃনিরীক্ষণের ফলাফলে এবার ২১৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এদের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদনের বিষয়ে ১০৬ জন এ প্লাস, ৬০ এ, ২৯ জন এ মাইনাস, ১০ জন বি এবং ৭ জন সি গ্রেড পেয়েছে।
প্রকাশিত ফলাফলে এবারে ৪৭ জন ফেল থেকে পাস করেছে। এই ৪৭ জনের মধ্যে ১০ জন আবেদিত বিষয়ে এ প্লাস পেয়েছে। যা প্রকাশিত ফলাফলে বিশেষ চমক সৃষ্টি করেছে।
এর আগে ১১ মে এস এসসির ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিভিন্ন বিষয়ে ২৯ হাজার ৭২৭ টি আবেদন পাওয়া যায়।
উল্লেখ্য গত ২০১৫ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পায় ১০ হাজার ৮৪২ জন। এবার ২০১৬ সালে জিপিএ -৫ পেয়েছে ৮ হ্জার ৮৯৯ জন। যা গতবারের চেয়ে ১ হাজার ৯৪৩ টি কম।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের কাছে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে জানান, যে ২১৮ জনের ফলাফল প্রকাশিত হয়েছে তাদের তাদের আবেদিত বিষয়ে লেটার, গ্রেড ও জিপিএ পরিবর্তন হয়েছে। বাকীদের ফলাফল অপরিবর্তীত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন ১৬/ সালাহ উদ্দীন