সাউথ এশিয়া ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দিতে ভারত গিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। শুক্রবার সকালে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
শুক্রবার সকালে ইউজিসি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) ৮টি সদস্যভুক্ত দেশসমূহের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। সদস্যদেশসমূহ হচ্ছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
ইউজিসি চেয়ারম্যান সাউথ এশিয়া ইউনিভার্সিটির অর্থ কমিটির একজন সদস্য।
২০১০ সাল থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হয়। ভারতের নয়া দিল্লী থেকে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ