এক মোটরসাইকেলে তিন জন উঠার উপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার শিশুদেরও উঠা যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, এক মোটরসাইকেলে দুজনের বেশি উঠা যাবে না এবং অবশ্যই হেলমেট থাকতে হবে। এ ব্যাপারে কোনো কমপ্রোমাইজ চলবে না। এছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না।
পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে উঠে। এটি খুবই বিপজ্জনক, এক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে। কারণ বিষয়টা ঝূকিপূর্ণ। সারা বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।
রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে পরিবহনমন্ত্রী বলেন, এসব গাড়ি যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, “মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাত্রীদের কোনো কাজেই আসবে না যদি ফুটপাত দখলমুক্ত না করা যায়।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-০৫