ব্যবসায়ী ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা ট্রেড সেন্টার মার্কেটটি বন্ধ করে দিয়েছে পুলিশ। একই সাথে মার্কেটের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য উভয়পক্ষের সঙ্গে আলাচেনা চলছে। ব্যবসায়ী ও হকারদের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত এ মার্কেটটি বন্ধ থাকবে।’
উল্লেখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১টার থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত পুলিশ, ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-১৮