দেশব্যাপী ‘সাঁড়াশি অভিযানে’র দ্বিতীয় দিনে আরও ২ হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জন বিভিন্ন ‘জঙ্গি’ সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ সদর দফতর।
রবিবার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব