দেশব্যাপী 'জঙ্গিবিরোধী' সাঁড়াশি অভিযানের তিন দিনে সারাদেশে ৮ হাজার ৫৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন সন্দেহভাজন জঙ্গি।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ২ হাজার ৫৭৮ জন, মাদক মামলার আসামি ১৬০ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার আসামি ১৯ জন এবং অন্য মামলার আসামি ৪৫৪ জন।
এর আগে দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ২ হাজার ১৩২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং ৫৮৮ জন নিয়মিত মামলার (মাদক ও অস্ত্র) আসামি।
এছাড়া প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। এসময় বিভিন্ন মামলায় তিন হাজার ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গত তিন দিনের অভিযানে জঙ্গি সন্দেহে ১১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/মাহবুব