সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে না থাকলে একদিকে কমে যায় এমপিদের উপস্থিতি। অপরদিকে সংসদের বৈঠকে উপস্থিত এমপিদের মধ্যে দেখা যায় শৈথিল্য। কেউ নিজ চেয়ারে বসে বসে ঘুমান। কেউ বা নিজ আসন থেকে উঠে গিয়ে অন্য এমপিদের সাথে আড্ডায় মেতে ওঠেন। সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত বাজেট আলোচনার বৈঠকে এমন দৃশ্যই চোখে পড়ে।
এদিন মন্ত্রিসভার বৈঠক থাকায় সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে বিরোধী দলের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও আওয়ামী লীগের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছাড়া আর কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন না। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ বিরোধী দলীয় এমপি অনুপস্থিত ছিলেন। তবে সংসদ নেতার অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আবার সংসদে উপস্থিত থেকেও বরাবরের মত ঘুমিয়ে সময় কাটান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাভোকেট সাহারা খাতুন। সরকারি দলের সামনের সারিতে ছিলেন আলী আশরাফ, মহিউদ্দীন খান আলমগীর, রাজিউদ্দিন আহমেদ রাজু ও অ্যাডভোকেট রহমত আলী। আর বিরোধী দলের সামনের আসনগুলোতে ছিলেন কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সোমবার দুপুর ১২টায় প্রস্তাবিত বাজেটের আলোচনার সময় সংসদের কক্ষে ৩৫০ জন এমপির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দেড়শ' জনের মতো। অন্যদিকে বৈঠকে সভাপতির চেয়ারের দিক থেকে মুখ ঘুরিয়ে উল্টোদিকে ফিরে আড্ডা দিচ্ছিলেন নূরে ই আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১) ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫)। তাদের মুখোমুখি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম-৬), আলী আশরাফ (কুমিল্লা-৭), এবিএম মোজাম্মেল হক (শরীয়তপুর-১), হুইপ ইকবালুর রহমান (দিনাজপুর-৩)। খোশ গল্পে মেতে ছিলেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দেন জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২)। ঢাকা-১৯ আসনের এমপি এনামুর রহমান উচ্চস্বরে ফোনে কাউকে ধমকাচ্ছিলেন যা সাংবাদিক গ্যালারি থেকে শোনা যাচ্ছিল। বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির সালমা ইসলামও (ঢাকা-১) ছিলেন গল্পে মশগুল। তার গায়ে হাত রেখে গল্প করছিলেন আরেকজন নারী এমপি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ