রংপুরের পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবা, মা ও ছেলে।
বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শহীদুল ইসলাম বিষয়টি জানান।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন