সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার 'এফবি মহা গৌরী'র অবস্থান শনাক্ত করা হয়েছে। রবিবার দুপুরে হিরণ পয়েন্ট থেকে ৫ নটিক্যাল মাইল দূরে 'সারোয়ার স্যান্ড' এলাকায় ফিশিং বোটটিকে আংশিক ভাসমান ও উল্টানো অবস্থায় শনাক্ত করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সম্মিলিত উদ্ধার তৎপরতায় বোটটিকে তীরের কাছাকাছি এনে ভিতরে তল্লাশির চেষ্টা চলছে।
এর আগে, ট্রলারে থাকা ১৭ জন জেলের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ট্রলারটি উদ্ধারে গত শনিবার থেকে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড সম্মিলিতভাবে অভিযান চালানো শুরু করে। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, এস আর আমিন ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাজ করছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় ফিশিং ট্রলারটি হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল ও ফেয়ারওয়ে বয়া থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ডুবে যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ