চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সেমিনার কক্ষে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীসহ বেশ কয়েকজন বিতর্কিত লেখকের বিপুল সংখ্যক বইয়ের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার এ দুটি বিভাগের সেমিনারে অভিযান চালিয়ে এসব বই, কিছু বিতর্কিত লিফলেট ও সিডি উদ্ধার করে প্রক্টরিয়াল বডি।
চবির সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, দু'টি বিভাগের সেমিনার কক্ষ থেকে কয়েকজন বিতর্কিত লেখকের লেখা বইসহ ২৫০-৩০০টি বই, বেশ কিছু লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
জানা যায়, বইগুলোর মধ্যে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর ও জঙ্গিবাদের উৎসাহ যোগানোর অভিযোগে সম্প্রতি আলোচনায় আসা জাকির নায়েকের লেখা বই আছে। এর মধ্যে মওদুদীর রচয়িত বেশ কয়েকটি বই আরবি বিভাগের সিলেবাসের পাঠ্যসূচিতে রেফারেন্স বই হিসেবে উল্লেখ ছিল বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ