বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়ায় রুটে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম এই নৌ পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। মাঝ পদ্মায় স্রোতের সঙ্গে যোগ হয়েছে প্রবল ঢেউ। ফলে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে।
কাওড়াকান্দি লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় ছোট লঞ্চগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বড় লঞ্চ ধারণক্ষমতারও কম যাত্রী নিয়ে চলছে। এদিকে স্পিডবোট বন্ধ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় নৌ চলাচল কিছুটা বাধাগ্রস্থ হলেও এখনো সচল রয়েছে। ডাম্প ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে রোরো ফেরি চলছে। আর নদী উত্তাল থাকায় লঞ্চ-স্পিডবোট এড়িয়ে ফেরিতে পার হচ্ছেন যাত্রীরা।
বিডি প্রতিদিন/১৭ আগস্ট ২০১৬/হিমেল-১৪