পরীক্ষার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দিনের পর দিন উন্নীত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের কপি হস্তান্তর করার পর দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। সঠিক সময়ে পরীক্ষা শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন সবাই। তাই ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব