এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর সবার নীচে থেকে এবার সবার ওপরে উঠে এসেছে যশোর বোর্ড (ঢাকা বোর্ডের পাশের হার এখনও অপ্রকাশিত)। এবার যশোর বোর্ডে পাশের হার দাড়িয়েছে ৮৩ দশমিক ৪২, যা অন্য বোর্ডগুলোর তুলনায় সর্বোচ্চ।
যেখানে গত বছর যশোর বোর্ডে পাশের হার ছিল মাত্র ৪৬ দশমিক ৪৫ ভাগ। যা অন্য বোর্ডগুলোর তুলনায় ছিল সর্বনিম্ন।
জিপিএ-৫ এর সংখ্যাও এবার বেড়েছে কয়েক গুণ। গত বছর যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল মাত্র এক হাজার ৯২৭ জন শিক্ষার্থী। যেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ’ ৮৬ পরীক্ষার্থী।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ সব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন,
এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ৩৫ হাজার ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে ৭১ হাজার ৮৯৫ জন ছেলে ও ৬৩ হাজার ১৫১ জন মেয়ে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব