এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৭০.১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে বোর্ড সচিব প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এবার বোর্ডের অধীনে মোট ১০৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৫টি কলেজের ৬১ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৪৩ হাজার ১৫৭ জন।
বোর্ড সচিব বলেন, গত বছরের তুলনায় এবার বরিশাল বোর্ডে পাশের হার কিছুটা বাড়লেও কমেছে মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এ বছর জিপিএ-৫ পাওয়া ৭৮৭ জনের মধ্যে ৪১৬ জন ছাত্র এবং ছাত্রী ৩৭১ জন। গত বছর বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ৩১৯ জন। পাশের হার ছিলো ৭০.০৬ ভাগ।
এবার পরীক্ষায় অংশগ্রহণকারী ২৯ হাজার ৩৫৭ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ২১ হাজার ২৫০ জন। মেয়েদের গড় পাশের হার ৭২.৩৮ ভাগ।
অপরদিকে, ৩২ হাজার ১৮১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২১ হাজার ৯০৭ জন। ছেলেদের পাশের হার ৬৮.০৭ ভাগ।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব