চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, এবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের এইচএসসি ও সমমানে ৮ হাজার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গতবার ১ হাজার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিলেন। এবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৩৫টি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ