চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। তবে মেধার সর্বোচ্চ স্কোর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা।
আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। ফলাফল অনুযায়ী, ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৩৮১ জন (৫৫ দশমিক ৫৬ শতাংশ), ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন (৪৪ দশমিক ৪৪ শতাংশ)।
আজ সকালে শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর সচিবালয়ে ফলাফলের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ