কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেরা অবস্থানে রয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার পল্লীতে অবস্থিত গোবিন্দপুর গ্রামের সোনার বাংলা কলেজ। এবার কুমিল্লা বোর্ডে আটটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাশ করে। তার মধ্যে সেরা সোনার বাংলা কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ৩৪৩ টি কলেজের মধ্যে নামি সব শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এবারো সোনার বাংলা কলেজ সেরা স্থান অর্জন করে।
এবার সোনার বাংলা কলেজ থেকে ৩১৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯১ টি জিপিএ-৫ সহ শতভাগ কৃতকার্য হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১৮ জন, মানবিক বিভাগ থেকে ৯৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে।
উল্লেখ্য, সোনার বাংলা কলেজ ২০১৫ সালেও শতভাগ পাশ এবং ১২৭ টি জিপি-এ পেয়ে বোর্ডের সেরা সাফল্য অর্জন করেছিল। এছাড়া এ কলেজটি ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে পর পর পাঁচবার শতভাগ সাফল্য অর্জনের গৌরব অর্জন করেছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃংখলা আমাদের বড় মূলধন। ক্লাসে উপস্থিতি এবং প্রত্যেক শিক্ষার্থীর উপর নজরদারী করা হয়। আনন্দদায়ক শিক্ষার জন্য প্রতি সপ্তাহে সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের জড়িত করা হয়। এছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও পরিচালনা কমিটির দিক নির্দেশনা, নিবেদিত প্রাণ মেধাবী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ