চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই বেড়েছে। এ বছর চট্টগ্রামে পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। গতবছর ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন, গতবছর পেয়েছিল ২ হাজার ১২৯ জন। এবার মোট পরিক্ষার্থী ছিল ৮৭ হাজার ৫৪২ জন, এর মধ্যে অংশগ্রহণ করে ৮৬ হাজার ৭১৬ জন, উত্তীর্ণ হয় ৫৬ হাজার ১৬ জন। গতবছর মোট পরিক্ষার্থী ছিল ৮০ হাজার ৭০৭ জন, পরীক্ষায় অংশ করে উত্তীর্ণ হয়েছিল ৫১ হাজার ২৪৩ জন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার চট্টগ্রামে পৃথকভাবে ছাত্রী উত্তীর্ণের হার ৬৫ দশমিক ৫২ শতাংশ, ছাত্র উত্তীর্ণের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। তিন বিভাগের মধ্যে এবার মানবিকে পাসের হার সবচেয়ে কম। তাছাড়া চট্টগ্রামে বিভাগভিত্তিক পরিক্ষার্থী উত্তীর্ণ হয়- বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ দশমিক ৬৬ শতাংশ, মানবিক থেকে ৫১ দশমিক ৬২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭০ দশমিক ৮৫ শতাংশ। ৮৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৩ হাজার ৫১২ ও ছাত্রী ৪৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৪ হাজার ৭৮৯, ব্যবসায় শিক্ষার ৩৯ হাজার ৬৬২, মানবিকের ৩৩ হাজার ৭ এবং গার্হস্থ অর্থনীতি থেকে ৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। মোট শিক্ষা প্রতিষ্ঠান ২২৫টি, কেন্দ্র ৯৭টি। এবার পাসের হার শূন্য এমন কোন কলেজ চট্টগ্রামে নেই। ৫টি কলেজ শতভাগ পাস করেছে। গতবার এ সংখ্যা ছিল ৪টি। এবার পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে বহিস্কার হয় ৪৮ জন শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ