ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওয়াহাটায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, সকালে দেওহাটা এলাকায় বেঙ্গল কারখানার সামনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে টাঙ্গাইল থেকে ঢাকাগামী মুরগী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত পিকআপের অপর আরোহীকে উদ্ধার করে মির্জাপুর কুমদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ