পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ নয়দিন ছুটির পর রোববার থেকে লেনদেনে ফিরতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র জানায়, নির্বাহী আদেশে গত ১১ সেপ্টেম্বর (রোববার) ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পুঁজিবাজার বিশেষভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ডিএসই ও সিএসই পরিচালনা পর্ষদ। ফলে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। এছাড়াও ১১ তারিখের আগে দুই দিন এবং ১৫ তারিখের পরে শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে দেশের পুঁজিবাজার মোট নয়দিন বন্ধ রয়েছে।
ফলে ১৮ সেপ্টেম্বর (রোববার) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি চলবে।
এদিকে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটির পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জ কতৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম