মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পারাপারের অপক্ষোয় রয়েছে সাত শতাধিক যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছে। কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয়েছে জনতার ঢল। এতে করে বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় বাড়ছে যানজট। সৃষ্টি হয়েছে দুর্ভোগ। স্থানীয়রা জানিয়েছেন যত্রতত্র যানবাহন পার্কিং করার কারণেই যানজট সৃষ্টি হয়েছে।
কাওড়াকান্দি ঘাটের ট্রাফিক ইনস্পেক্টর উত্তম কুমার শর্মা বলেন, ঘাটের কিছুটা যানজট রয়েছে। তবে সমস্যা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা