পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে উভয় দেশের পন্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়। তবে বন্দর চালু হলেও ঈদের ছুটির আমেজ বিরাজ করছে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল আজহার কারনে গত ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো. রফিকুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ