যুদ্ধাপরাধের মামলায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। এতে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটসহ ৮টি অভিযোগ আনা হয়েছে।
রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
৮ আসামির মধ্যে রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক নামের ৪ জন কারাগারে রয়েছেন। বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক।
গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ফরমাল চার্জ দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব