জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে এয়ার কানাডা এয়ারলাইন্সের ফ্লাইটে স্থানীয় সময় রবিবার বিকাল ৩টায় নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন স্বাগত জানান তাকে। শেখ হাসিনার গাড়ি বহরের রাস্তার পাশে সহস্রাধিক নেতা-কর্মী তুমুল স্লোগানে সাদর অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে শেখ হাসিনা জাতিসংঘ সংলগ্ন ওয়াল্ডর্ফ এস্টোরিয়া হোটেলে চলে যান। সেখানেই অবস্থান করবেন তিনি। আগামী ২২ সেপ্টেম্বর দুপুরে ভার্জিনিয়ায় তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সেখান থেকে ২৫ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধান ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান। জয়ের বাসায় অবস্থানকালীন সময়ে তিনি কোন কর্মসূচিতে অংশ নেবেন না বলেও উল্লেখ করেছে দূতাবাসের সূত্র।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ