বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের উদ্ধার হওয়া ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের একটি আদালত।
সোমবার আদালত এ আদেশ দেন। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেড থেকে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপাইনের একটি ব্যাংকে নেওয়া হয়েছিল। এই অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গেলেও তার মধ্যে দেড় কোটি ডলার ফিলিপিন্স উদ্ধার করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, 'ফিলিপাইনের আদালতের রায়ের খবর আমরা পেয়েছি। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক বিষয় জানানো হবে।'
সূত্র: বিডিনিউজ
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন