নাশকতার মামলায় দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন-উল-মুলককে বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত ১৪২৫ নম্বর স্মারকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মহসিন-উল-মুলক মূলত শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা আবদুল বারীকে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর নাশকতার মামলায় বরখাস্ত করা হয়। এরপর থেকে ভাইস চেয়ারম্যান মহসিন-উল-মুলক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন