কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তাদের মধ্যে কমনওয়েলথের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয় বলে কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চরমপন্থা নির্মূলের উপায়, নারী ও মেয়েদের ক্ষমতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা করেন তারা।
কমনওয়েলথ মহাসচিব বলেন, 'মুক্ত ও গণতান্ত্রিক এক জাতি-পরিবার গঠনে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একে অন্যের প্রতি নজর দিতে হবে।'
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম