দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে এগিয়ে আছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় অন্তর্ভূক্ত ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের অবস্থান ৫২তম।
১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মৃত্যুহারের বিষয়টি বিবেচনায় নিয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ওই গবেষণাটি পরিচালনা করা হয়।
তালিকায় প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৫৪তম। তালিকায় পিছিয়ে থাকলেও আগের তুলনায় স্বাস্থ্যসেবা সূচকে ভারতের স্কোর বেড়েছে। ১৯৯০ সালে ৩০.৭ থাকলেও ২০১৫ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৮ পয়েন্ট। তালিকায় চীন, শ্রীলংকা ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৭৪, ৭৩ ও ৪৩।
বিডি প্রতিদিন/১৯ মে, ২০১৭/ফারজানা