আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।
এতে সুশীল সমাজের মনোনীত প্রতিনিধিদের পাশাপাশি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) শাহাদৎ হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই ইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রোডম্যাপ প্রকাশ করে। এই কর্মপরিকল্পনায় সাতটি বড় বিষয়ের ওপর কার্যক্রম নেওয়ার পরিকল্পনা করে। এর মধ্যে বড় একটি বিষয় ছিল সংলাপ।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব