চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী একটি কনটেইনারের ভেতর থেকে ত্রিপুরা নামের এক শ্রমিককে উদ্ধার করেছে বন্দরের নিরাপত্তা কর্মীরা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে পানিশূন্য অবস্থাতে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, উদ্ধার হওয়া ওই শ্রমিকের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকায়। কাজ শেষ করে ভোররাতের দিকে কনটেইনারের ভিতর ঘুমিয়ে পড়েছিল তিনি। সে ঘুমিয়ে পড়ার পরেই ওই কনটেইনারটি সিলগালা করে ডিপো থেকে বন্দরে পাঠিয়ে দেয়া হয়।
প্রায় ৪০ ফুট দীর্ঘ ওই কনটেইনারটি সিঙ্গাপুরগামী একটি জাহাজে উঠানোর কথা ছিল। কনটেইনারটি ভেতর থেকে থেকে আওয়াজ শুনে তাকে উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানা যায়। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন