জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্ট অভিন্ন ভাষায় স্বাগত জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপকে।
জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের পরই এনআরবি নিউজের এ সংবাদদাতা জাতিসংঘ মহাসচিব এবং স্টেট ডিপার্টমেন্টের মতামত জানতে চাইলে তারা আসন্ন নির্বাচন উপলক্ষে চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানে এমন সংলাপের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শুক্রবার অপরাহ্নে বলেন, ‘আমরা স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেকার সংলাপকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলাপ-আলোচনা এবং অবাধে কথা বলার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুখপাত্রটি আরো বলেছেন, ‘আমরা চলমান আলাপ-আলোচনাকে উৎসাহিত করছি এবং আসছে জাতীয় নির্বাচনকে অবশ্যই অবাধ, মুক্ত, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করতে অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচনের স্বার্থে এমন খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে’।
‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধকে সব সময় সমর্থন করি যা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, উভয় দেশের মানুষই সমুন্নত রাখতে বদ্ধপরিকর’ -উল্লেখ করেন মুখপাত্র।
অপরদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিয়ো গুটিরেজের পক্ষে তার অফিসের মুখপাত্র এরি কনেকা বলেছেন, ‘মোটকথা আমরা সংলাপকে সবসময় স্বাগত জানাই। বিদ্যমান টেনশনের অবসানে সংলাপ হয়ে থাকে অন্যতম অবলম্বন’।
এদিকে, ওয়াশিংটন ডিসি এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তা ড. ফাইজুল ইসলাম সংলাপ প্রসঙ্গে বলেছেন, ‘চলমান সংলাপকে স্বার্থকভাবে পরিচালনা এবং সকলকে নির্বাচনমুখী করতে সক্ষম হলে গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে শেখ হাসিনা বিশেষ একজন ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন। এক্ষেত্রে শেখ হাসিনাকে অবশ্যই উদারতা প্রদর্শন করতে হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন