সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের শপথ না নিলে সেই আসন শূন্য হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছে।
ইসি সচিব আরও বলেন, তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। আর সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের কেউ শপথ না নিলে সেই আসন শূন্য হবে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৯/আরাফাত