পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠক করেছেন। বুধবার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন। তিনি সে সময় নববর্ষের শুভেচ্ছা জানান। বাংলাদেশে তার সময়কালে দু’দেশের মৈত্রীবন্ধন বাড়াতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শ্রিংলা।
উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তিন বছর দায়িত্ব পালন শেষে আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম