ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঘাস খাওয়া ও ফসলাদি নষ্টের অভিযোগে একটি গরুকে আটক করে থানায় দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। এদিকে শনিবার বিকেলে আটককৃত গরুটির বিরুদ্ধে বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান।
অন্যদিকে গরুটিকে ফেরত পেতে মালিক মরিয়ম বেগম থানায় দিনভর ধরনা দিয়েও কোনো সুরাহা পাননি। আজ সকাল সাড়ে ১১টায় এ রির্পোট লেখা পর্যন্ত গরুটিকে থানা থেকে ছাড়া হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল