আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত। এরপর সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারসহ অন্যান্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ হেলিকপ্টার যোগে শোলাকিয়ার উদ্দেশে নেয়া হয়।
জানাজায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই শোলাকিয়া ময়দানে জনসমাগম বাড়তে থাকে। বেলা ১২টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া ময়দান।
বিডি প্রতিদিন/কালাম