আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইসলামকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
এরইমধ্যে বনানী কবর স্থানের দ্বিতীয় গেট সংলগ্ন স্থানে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে। রবিবার বাদ আসর এই কবরেই তাকে সমাহিত করা হবে।
এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ইদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এরপর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তার লাশ হেলিকপ্টারে করে ফের ঢাকায় আনা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।
বিডি প্রতিদিন/কালাম