নতুন মন্ত্রী সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এই আসন থেকে টানা তিনবারসহ মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই প্রথমবারের মতো তিনি মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন।
নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আজ বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৯/আরাফাত