আমাদের খাদ্যে পুষ্টিমান বাড়াতে হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিসভার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমাদের দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। এখন আমাদের খাদ্যে পুষ্টিমান বাড়াতে হবে। খাদ্যে ভেজাল আছে, সেগুলো রোধ করতে হবে। এ কারণে খাদ্য নিরাপত্তার যে আইন আছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে প্রথম বসেই তিনি সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করে আরও বলেন, আমাদের চ্যালেঞ্জ দুইটি। তাছাড়া অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে দুইটি অন্যতম। একটি হচ্ছে খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি হচ্ছে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা।
বিডি প্রতিদিন/এ মজুমদার