সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, যত দ্রুত সম্ভব এটা হবে। যখন এটা ঘোষণা করা হয়েছে এর মানে অনেক চিন্তা-ভাবনা, পরিকল্পনা করেই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন। আমরা চাইব খুব দ্রুত এটা হয়ে যাক।”
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কী পদক্ষেপ নতুন সরকার নেবে-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।
নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেয়ে শপথের পরদিন মঙ্গলবার দায়িত্ব নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এ সময় প্রশাসনে ক্যাডার বৈষম্য নিরসনসহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মতো নীতি গ্রহণ করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, দক্ষ প্রশাসন গড়ে তুলতে অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব