নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসেবে আমি জানি কি করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেব না। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতে হজ নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, হজযাত্রা নিয়ে কোনো কথা হোক, তা আমরা চাই না। এটা হতে দেবে না।
আবদুল্লাহ বলেন, অতীতের সব বছরের চেয়ে এবার হজের ব্যবস্থাপনা ভালো করতেই হবে। হজ নিয়ে ভবিষ্যতে যেন আর অভিযোগ না উঠে সেসব ব্যবস্থা আমি নিশ্চিত করবো।
বিডি প্রতিদিন/হিমেল