ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এরই মধ্যে সমুদ্রবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌযানগুলোকে উপকূল থেকে দূরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় ফণী ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। দ্রুত গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। এটি মূলত ভারতের ওড়িশায় আঘাত হানবে, তবে বাংলাদেশেও এর যথেষ্ট প্রভাব রয়েছে। আগামী শনিবার (৪ মে) বা রবিবার (৫ মে) ফণী আঘাত হানতে পারে।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৯/আরাফাত