ভারতের উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফণী। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ।
বিশ্ব আবহাওয়া অধিদফতরে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান ও থাইল্যান্ড নামের তালিকা পাঠায়। সেখান থেকেই প্রাকৃতিক দুর্যোগগুলোর নাম বেছে নেয়া হয়। ভবিষ্যৎ ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য এ আটটি দেশ আটটি করে নাম জমা দিয়েছে। এখান থেকেই বাংলাদেশের দেয়া 'ফণী' (সাপের ফণা) নামটি বেছে নেয়া হয়েছে।
গত বছর ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানা তিতলি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল পাকিস্তান। ২০১৭ সালের ঘূর্ণিঝড় মোরা (সাগরের নক্ষত্র বা সাগরের তারা) নামটি দিয়েছিল থাইল্যান্ড।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ফারজানা