আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতি শুভ নয়, জনগণের পক্ষে নয়। জনগণ ছাড়া পথ চলা যায় না। জনগণের রাজনীতি না করলে বিএনপি এমনিই ভেঙে যাবে।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মহান মে দিবস’ উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
তিনি আরও বলেন, বিএনপি থেকে নির্বাচিত ৬ জনের মধ্যে ৫ জন শপথ নিলেন। মির্জা ফখরুল সাহেব শপথ নিলেন না। এটা কোন রাজনৈতিক কৌশল নয়, এটা অপকৌশল। বিএনপি এখন রাজনীতির অপকৌশল করে নিজেদের ভাঙনের জন্য অপেক্ষা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার